Oppo Reno 7 Series Launch Date: যারা এই ফোন টি কেনার জন্য অপেক্ষায় আছেন তাদের অপেক্ষার দিন শেষ হতে চলেছে। ইন্ডিয়ান বাজারে  Oppo Reno 7 স্মার্টফোন সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা করে দিয়েছেন  কোম্পানি । আগামী  4 ফেব্রুয়ারি ফোনটির আনুষ্ঠানিক লঞ্চের তারিখ। নতুন সিরিজে Oppo Reno 7 এবং Oppo Reno 7 Pro বাজারে আসতেছে।

অপ্পো Reno 7 Series Featute:  স্পেসিফিকেশন  বলছে, দুটি ফোনেই 5G সাপোর্ট করবে। অপ্পো-র এই নতুন সিরিজে  LDI (aircraft-grade Laser Direct Imaging) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পিছনের গ্লাস দুটি ম্যাট টেক্সচারেরর সঙ্গে চকচকে দেখা যাবে। কোম্পানির দাবি, ফোনগুলি আঙুলের ছাপ ও দাগ প্রতিরোধের ক্ষমতা রাখে। 
অপ্পো Reno7 Pro 5G এবং Reno7 5G দুটি কালারে পাওয়া যাবে। Starlight Blue ও Starlight Black-এ কিনতে পারবেন এই ফোন। Oppo Reno 7 Pro 2.5D-তে 6.55inch OLED স্ক্রিন থাকবে। Reno 7 Pro পূর্ববর্তী প্রজন্মের Reno থেকে 11.5% পাতলা হবে। যার weight  হবে 180 gram।  কোম্পানি-র দাবি অনুযায়ী, ফোনটি এখনও পর্যন্ত reno ব্র্যান্ডের সবচেয়ে পাতলা ফোন।


Camera: ফোনটির পিছনের দিকে থাকছে টুইন মুন ক্যামেরা ডিজাইন। ক্যামেরা মডিউলের উপরের অর্ধেক হবে ধাতব, আর নিচের অর্ধেক হবে সেরামিক। oppo reno 7 এবং oppo reno 7 pro এই দুটি ফোনেই থাকছে  4500mAh ব্যাটারি। যা চার্জ করার জন্য থাকছে 65W ফাস্ট  চার্জিং সাপোর্ট। সেলফি এবং ভিডিও কলে কথা বলার জন্য  স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরায় থাকছে 32MP Sony IMX709 এর ফ্রন্ট ক্যামেরা। ওপো কোম্পানির মতে, ক্যামেরা ফোন হিসাবে সবাইকে চমকে দেবে এই ফোন।
Oppo Reno7 সিরিজ 2021 সালের শেষের দিকে চিনের বাজারে প্রকাশ  হয়েছিল। Oppo Reno7 ফোনে একটি 6.43--inch AMOLED FHD+ ডিসপ্লে রয়েছে। যেখানে Reno 7 Pro-তে পাবেন একটি 6.55-ইঞ্চি FHD+ AMOLED Display। দুটি হ্যান্ডসেটই 90Hz রিফ্রেশ রেট থাকবে। এর আগে এতে Qualcomm Snapdragon 778G চিপচেট দেওয়া হয়েছিল, পরে এটি মিডিয়াটেক  ডাইমেনশন 1200-ম্যাক্স প্রসেসর
পরিবর্তন করা হয়েছে।


Post a Comment

أحدث أقدم