১। খাওয়ার শুরুতেঃ “বিস্মিল্লা-হি ওয়া আলা বারা
কাতিল্লাহ্” ।
২। খাওয়ার পরঃ “আলহামদু লিল্লাহিল্লাজী আত্ব
আয়া'মানা ওয়া সাকা না-ওয়া জা:য়াল্না-মিনাল
মুস্লিমীন” পাঠ করিবে ।
৩। অজুর দু’আঃ “বিস্মিল্লাহিল আলিয়্যিল আযীম্
ওয়াল্ হামদুলিল্লহি আলা দীনিল্ ইসলামি আল্ ইসলামু
হাক্কুন ওয়াল্ কুফ্রো বাতিলুন্ আল্ ইসলামু নূরুন ওয়াল্
কুফ্রো জুলুমাত” ।
৪। ফরজ গোসলের দু’আঃ “নাওয়াই:তুল গুসল্যা
লিরফয়ি’ল্ জানা-বাহ্”।
৫। পায়খানা প্রস্রাবের দু’আঃ “আল্ল-হুম্মা ইন্নী
আয়ূ’জুবিকা মিনাল্ খুব্ছি ওয়াল্ খাবায়িছ্” ।
পায়খানা প্রস্রাব হইতে বাহির হইয়া পড়িতে হইবে-
“গুফরা-নাকা আলহামদু লিল্লা-হিল্লাজী আজ্হাবা
আন্নিল আযা ওয়া আ-ফা-নী” ।
৬। সহবাসের দু'আঃ “বিসমিল্লা-হি আল্ল-হুম্মা জান্নিবনাশ্ শয়ত্বানা ওয়া জান্নিবিশ শয়ত্বানা
মা'রাজাক্বতানা”।
৭। কোন সুসংবাদ শুনিলে বলিবে-“আল্হামদুলিল্লাহ্”।
৮। ঘুম হইতে জাগিয়া বলিবে- “লা-ইলাহা ইল্লাল্লা-হু” অথবা
“আল্ল-হু আকবার”। অতঃপর বলিবে।
“আল্হামদু লিল্লা-হিল্লাজী আহ্ ইয়ানা-বায়দামা-আমা-
তানা-ওয়া ইলাই:হিঃনুশুর”।
৯। আশ্চর্যজনক কিছু ঘটিতেঃ দেখিলে বা শুনিলে
বলিবে- “সুবহানাল্লাহ্”।
১০। কোন অবাঞ্চিত কিছু দেখিলে বা শুনিলে বলিবে-
“নায়ু’জুবিল্লাহ্” ৷
১১। কোন কিছু জবেহ করার সময় বলিবে “বিসমিল্লা-হি
আল্ল-হু আকবার”।
১২। নীচের দিকে নামিতে “সুবহান-ল্লাহ্” ও উপরের
দিকে উঠিতে “আল্ল-হু আক্বার” পড়িবে।
১৩। কোন রোগী দেখিতে গেলে- “লা-বা-ছা তাহুরূন্
ইন্শাল্লাহ্” পাঠ করিবে।
১৪। যে কোন যান আরোহন কালের দু’আঃ (ক)
“বিসমিল্লা-হি মাজ্রেহা ওয়া মুরছা-হা-ইন্না রব্বীলা
গাফুরুর রহীম্”। (খ) “সুবহানা-ল্লাজী ছখ্খারা লানা-
হাজা ওয়ামা-কুন্না-লাহু মুক্রিনিন ওয়া ইন্না ইলা রব্বিনা
লামুংকলিবুন” ইহা পাঠে যানবাহন চলাকালীন দূর্ঘটনা বা
বিপদ আপদ হইতে রক্ষা পাওয়া যায়।
১৫। বৃষ্টি হওয়ার জন্যঃ “আল্ল-হুম্মা আছ্ক্বিনা- আল্ল-
হুম্মা আছ্ফিনা-আল্ল-হুম্মা আগ্ছিনা” পাঠ করিবে। সুরা
“দোখান” পাঠ করিলেও ফল পাওয়া যায় ।
১৬। মিছওয়াক করিবার পূর্বে “আল্ল-হুম্মা বারিক্-লী
ফিহি:” পড়িবে ।
১৭। জানমাল হেফাজতের দোয়াঃ “বিস্মিল্লা-হি ‘আলা
নাফ্ছী ওয়াহ্লি ওয়ামালী”।
১৮। সফরে থাকাকালীন “আয়ূজুবি কালিমা-তিল্লা-হি
তা-য়াম্মাতি মিং শাররী মা খলাক্বা” পাঠ করিলে কোন
কিছু অনিষ্ট করিতে পারিবেনা।
১৯। মসজিদ দেখিলেঃ “আল্ল-হুম্মাগ ফিরলী যুনুবী ওয়া
খাতায়ী ওয়া আমাদী” বলিবে।
২০। মজিদে ঢুকিবার দু’আঃ ডান পা প্রথমে ফেলিয়া
“আল্ল-হুম্মাফ তালী আবওয়া-বা রহমাতিক” পাঠ
করিতে হইবে।
إرسال تعليق