চোখের জ্যোতি বৃদ্ধি হওয়ার তদবীর
(১) “ফাকাশাফ্না- আংকা গিত্বায়াকা ফাবাছারূকাল ইয়াওমা
হাদীদ”। (সুরা ক্বাফ, আয়াত ২২)
অর্থঃ আমি তোমার চোখের পর্দা খুলিয়া দিয়াছি, অতএব
তোমার দৃষ্টিশক্তি এখন তীক্ষ্ণ হইয়াছে।
ফজিলতঃ এই আয়াতটি প্রত্যেক ফরয নামাজের পর
বার পাঠ করিয়ে আঙ্গুলে ফুঁক দিয়া আঙ্গুল চোখে
লাগাইলে চোখের জ্যোতি কখনও হ্রাস পাইবেনা ও
চোখের কোন রোগ থাকিলে তাহা হইতে ক্রমশঃ
আরোগ্য লাভ করিবে।
(2) সুরা কাওসার (“ইন্নাাা-আয়্’ত্বইনাাা কাল্ কাওছার্ .....)
পাঠ করিয়া গোলাপ পানিতে ফুঁক দিয়া প্রত্যেক দিন
চোখে দিলে চোখের জ্যোতি বৃদ্ধি পাইবে ও বেদনা দুর
হইবে।
(৩) “ইয়া নূরু” “ইয়া বাসিতু”
ইহা ৪১ বার প্রত্যেহ ফরজ নামাজ বাদে পড়িয়া চোখে
ফুঁক দিলে চোখের জ্যোতি বৃদ্ধি পাইবে ও বেদনা কমিয়া
যাইবে।
(8) যে ব্যক্তি অজু করিবার পর আকাশের দিকে তাকাইয়া ১
বার সুরা ক্বদর পড়িবে আল্ল-হ্য় ফজলে তাহার চোখের
জ্যোতি কখন নষ্ট হইবেনা।
إرسال تعليق