Payoneer হল একটি World Wide ফ্রী
মাস্টারকার্ড প্রদান কারি প্রতিষ্ঠান।
Payoneer এর Prepaid ক্রেডিট MasteCard এর
মাধ্যমে আপনি বিভিন্ন কোম্পানি থেকে
Payment Receive করতে পারবেন এবং pay  করতে পারবেন। যেমনঃ
upwork, freelancer.com, fiverr, amazon, google adword,  Infolinks, any more, ETC. আপনি অ্যাপ্লাই করলে
ফ্রী আপনার বাসাই কার্ড পৌঁছে যাবে।
আজ আলোচনা করবো কিভাবে Payoneer
কার্ড এর জন্য অ্যাপ্লাই করতে হয়। Payoneer
কার্ড এর জন্য বিভিন্ন কম্পানি থেকে
অ্যাপ্লাই করা যাই। যেমন Odesk, Freelancer
ইত্যাদি।
১.প্রথমে নিচের লিঙ্ক এ ক্লিক করে
সাইনআপ করুন।
https://www.payoneer.com
এখানে আমার দেওয়া ওয়েব link আছে। এখান থেকে
সাইন আপ করলে আপনি পাবেন ২৫ ডলার ফ্রী। আপনি
চাইলে এমনিও করতে পারেন। সেটা আপনার
ব্যাপার।
২. উপরের লিঙ্কে ক্লিক করার পরে Sign Up এ
ক্লিক করুন। তখন নিচের মত একটি page
দেখতে পাবেন।
৩.এখানে আপনি তিনটি ধাপ দেখতে
পারবেন। এক এক করে তিনটি ধাপ আপনাকে
পুরন করতে হবে।
ধাপ তিনটি আপনার ন্যাশনাল আইডি কার্ড
অনুযায়ী পুরন করবেন। এবং এড্রেস সঠিক
দিবেন কারন এই এড্রেস এ আপনার কার্ড
আসবে।
৪. শিপিং এর জন্য একটা অপশন আসবে এখনে
ক্লিক করার দরকার নাই।
৫. এখন Registration Verification এর বাম পাশে
ক্লিক করুন এবং নিচের চিত্র অনুযায়ী তথ্য
দিনঃ
National ID Card
Passport
Driver Lisence
উপরের ৩ টির মদ্ধে যেকোনো একটি
সিলেক্ট করে ID Number দিন
৬. এখন সব ঠিক ভাবে পূরণ করে Finish এ ক্লিক
করুন । আপনার Payoneer এর Registration সম্পন্ন
হল। এখন ২-৩ দিন সময় নিবে কার্ড Approve
হওয়ার জন্য।
৭. Registration এর ২-১ দিন মদ্ধে Payoneer
আপনাকে Mail করে National ID/ Passport or
Driving Lisence এর Scan কপি আপলোড করতে
বলবে ।
এই মেইল এ দেখবেন Upload link নামে একটা
অপশন আসবে এইখানে আপনি
রেজিস্ট্রেশান করার সময়ই যে
ID দিয়াছিলেন তার scan কপি আপলোড
করতে বলবে। আপলোড করলে ১ দিন এর মদ্ধে
ই আপনার Payoneer এর Account Approve হয়ে
যাবে ।
বাস কাজ শেষ। ২৫/৩০ দিনের মদ্ধে আপনার
ঠিকানাই কার্ড চলে আসবে। কার্ড আসার
পর অ্যাকাউন্ট এ লগিন করে কার্ড অ্যাক্টিভ
করে নিন। আপনি লগিন করলে দেখতে
পারবেন কার্ড অ্যাক্টিভ করার একটা
message এখানে ক্লিক করে কার্ড নাম্বার
দিয়া তারপর আপনার পছন্দমতন পিন নাম্বার
দিয়া ওকে দিন।

Post a Comment

Previous Post Next Post