আসসালামুআলাইকুম আশা করি সবাই অনেক ভাল আছেন আজকে আমি আপনাদের সামনে ১৫ হাজার টাকার বিতরে সেরা ৭ টি মোবাইল ফোন নিয়ে হাজির হলাম যে গুলো দিয়ে আপনারা গেমিং এর পাশাপাশি ভাল ফটোগ্রাফি ও করতে পারবেন এবং লং টাইম ব্যবহার করতে পারবেন।  ২০২২ সালের  মধ্যে এসে ১৫ হাজার টাকার বিতরে যার উপর বেস করে সেরা ৭টি ফোন সিলেক্ট করেছি তা হল। (Best mobile under 15000 with best camera, Best smartphone under 15000 with good battery backup, best gaming phone under 15000 in bangladesh 2022)

ফোনের Display হতে হবে মিনিমাম 6.5" ইঞ্চি, রেজোলিউশন মিনিমাম HD+,
RAM Minimum 4GB,
Storage Minimum 64GB,
Battery Minimum 5000Mah

প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমার একটা রিকুয়েষ্ট থাকবে, আমার দেওয়া এই 7টি ফোন নেন আর বা নেন আপনারা কখনোই 4GB Ram এর নিছে কোন ফোন নিবেন না, আর বাজেট যদি বারাতে পারেন তাহলে 128GB Storage এর ফোন কিনেন আর হে 128জিবি স্টোরেজ এর সাথে 6জিবি র‍্যাম এর ফোন কিনার চেষ্টা করবেন এতে করে যা হবে আপনি ফোন টি খুব কমপোর্টেবল ভাবে ইউস করতে পারবেন।   যাইহোক আমরা যে ৭টি মোবাইল সিলেক্ট করেছি তার মধ্যে ৭নাম্বারে যে ফোন টি রয়েছে তা হল। 

 

Number 7: Vivo y21
এই ফোন টি সিলেক্ট করেছি যারা অনেক সিনিয়র সিটিজেন, বয়স অনেক বেশি তাদের জন্য। স্পেসিফিকেশন একটু দুর্বল হলেও ইউ,আই এর কোন ঝামেলা ছাড়াই খুব কমপোর্টেবল ভাবে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। তবে আরেকটা কথা বলে রাখি যারা গেমিং করেন না টুকটাক ফটোগ্রাফি করার ইচ্ছে আছে তারা চাইলে vivo y21 এই ফোন টি কিনতে পারেন। যাইহোক তাহলে যেনে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন।
vivo y21
Vivo Y21 Specification:

Display             : 6.51" Ips lcd | HD+,
Processor          : Mediatek Helio p35,
Main Camera   : 16mp + 2Mp,
Front Camera  : 8Mp,
Ram                  : 4Gb | Type: Lpddr4x,
Storeage            : 64GB | Type eMMC 5.1,
Battery              : 5000mAh
Chargers           : 18w fast Charger
Official Price    : 14490 Taka

Number 6: এরপর আমরা যে মোবাইল টি সিলেক্ট করেছি তা হল Tecno Spark 7 চলেন তাহলে যেনে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন এ কি কি রয়েছে।

tecno spark 7

 
Configuration of Tecno spark 7:
Display              : 6.5" Ips lcd | HD+,
Processor          : Mediatek Helio G70,
Main Camera   : 16mp + AI Lens,
Front Camera  : 8Mp,
Ram                  : 4Gb | Type: Lpddr4x,
Storeage            : 64GB | Type eMMC 5.1,
Battery              : 6000mAh
Chargers           : 10w fast charging
Official Price    : 12990 Taka

এই ফোন টি কিন্তু 3জিবি র‍্যাম দিয়েও পাওয়া যাই ঐ ফোন টি আপনারা নিবেন না। আপনারা 4জিবি র‍্যাম ওয়ালা ফোন টি নেওয়ার ট্রাই করবেন তাহলে আপনারা দীর্ঘদিন ব্যবহার এর জন্য ভালো হবে। তবে এই ফোন টি টুকটাক গেমিং, অনলাইন ক্লাস, মাল্টিটাক্সিং ও ফটোগ্রাফি করতে পারবেন এই প্রাইজে খুবই ভালো একটি ফোন আপনারা চাইলে কিনতে পারেন।


Number 5: আমাদের লিস্টে 5 এ যে মোবাইল টি রয়েছে তা হল Realme C21Y   মোবাইল টি।  চলুন এই মোবাইলটার কনফিগারেশনে কি কি রয়েছে।
realme c21y


Realme C21Y Specifications:
Display             : 6.5" Ips lcd | HD+,
Processor        : UNISOC T610 -12nm,
Main Camera  : 13mp + 2Mp+ 2MP,
Front Camera  : 5Mp,
Ram                  : 4Gb | Type: Lpddr4x,
Storeage          : 64GB | Type eMMC 5.1,
Battery             : 5000mAh
Chargers          : 10w fast charging
Official Price    : 12790 Taka

এই ফোন টি আপনারা 12 হাজার টাকার মধ্যেও পেতে পারেন। এই ফোন টি মেইনলি আমরা সিলেক্ট করেছি একটি বিষয় হল এই ফোন টি তে যে প্রসেসর রয়েছে UNISOC T610 প্রসেসর, এই প্রসেসর আরু অনেক কম দামি ফোনেও রয়েছে কিন্তু এই প্রসেসর টা হল টাইগার সিরিজের প্রসেসর । এই  প্রসেসর টা কিন্তু যথেষ্ট ভালো Mediatek Helio g70 প্রসেসর এর চেয়ে ইউস করার সময়  অনেক ভালো পারফরম্যান্স পেয়েছি। 7- 8 হাজার টাকার মধ্যে এই প্রসেসর যুক্ত ফোন সাজেস্ট করতে পারতাম কিন্তু এই ফোন টি  তে র‍্যাম স্টোরেজ ভালো এবং পারফরম্যান্স ও যথেষ্ট ভালো। তাছাড়া গেমিং,  ক্যামেরা ও ভিডিও গ্রাফি জন্যও বেশ ভালো একটি ফোন  তাই এই ফোন টি আমাদের লিস্টে রেখে দিয়েছি আপনারা চাইলে  Realme C21Y ফোন টি কিনতে পারেন।

Number 4: আমাদের লিস্টে নাম্বার ৪ এ যে মোবাইল টি রয়েছে তা হল  Realme C25s মোবাইল তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন এ কি কি রয়েছে.
realme c25s


Realme C25s Configuration:
Display             : 6.51" Ips lcd | HD+,
Processor        : Mediatek Helio G85,
Main Camera  : 48mp + 2Mp + 2Mp,
Front Camera  : 8Mp,
Ram                  : 4Gb | Type: Lpddr4x,
Storeage          : 64GB | Type eMMC 5.1,
Battery             : 6000mAh
Chargers          : 18w fast Charger
Official Price    : 14490 Taka

এই ফোন টি খুবই ভালো একটি ফোন আপনারা গেমিং বলেন ফটোগ্রাফি বলেন,  ফোনের প্রসেসর, ব্যাটারি ব্যাকাপ সব দিক দিয়ে অনেক ভালো একটি ফোন। আপনারা চাইলে কিনতে পারেন এই ফোন টি।

Number 3: আমাদের লিস্টে নাম্বার ৩ এ যে মোবাইল টি রয়েছে তা হল Infinix Hot 11s এই মোবাইল টির বিষয়ে কথা বলার আগে চলুন জেনে নেই এই ফোনে কি কি স্পেসিফিকেশন রয়েছে।
infinix hot 11s

Infinix Hot 11s Specifications:
Display             : 6.78" Ips lcd | Full HD+ 90Hz,
Processor        : Mediatek Helio G88,
Main Camera  : 50mp + 2Mp + AI Lens,
Front Camera  : 8Mp,
Ram                  : 4Gb | Type: Lpddr4x,
Storeage          : 128GB | Type eMMC 5.1,
Battery             : 5000mAh
Chargers          : 18w fast charging
Official Price    : 14990 Taka

তবে এই ফোন টি কিনার আগে আপনাদের কাছে আমার একটা রিকুয়েষ্ট থাকবে 6জিবি র‍্যাম ও 128জিবি স্টোরেজ এর ফোন টি কিনার জন্য। যদিও এই ফোন টির প্রাইজ 15 হাজার টাকা না 16 হাজার টাকা , যদি আপনারা ডিসকাউন্ট চান তাহলে 15 হাজার 5 শত টাকাই পেয়ে যাবেন। তাহলে যা হবে আপনারা ফোন টি তে পারফরম্যান্স অনেক ভালো পাবেন। গেমিং, অনলাইন ক্লাস, মাল্টি টাক্স ও ফটোগ্রাফি অনেক ভালো আপনারা চাইলে এই ফোন টি কিনতে পারেন।

Number 2 :  আমাদের লিস্টে থাকা নাম্বার ২ এ যে মোবাইল টি রয়েছে তা হল Tecno Spark 8 pro এই মোবাইলটার ব্যাপারে কথা বলার আগে চলুন জেনে নেই এই ফোনের স্পেসিফিকেশন এ কি কি রয়েছে।
tecno spark 8 pro


Tecno Spark 8 pro Specifications :

Display             : 6.8" Ips lcd |  Full HD+,
Processor         : Mediatek Helio g85,
Main Camera  : 48 + 2Mp+ AI Lens,
Front Camera  : 8Mp,
Ram                  : 4Gb | Type: Lpddr4x,
Storeage           : 64GB | Type eMMC 5.1,
Battery             : 5000mAh
Chargers          : 33w fast Charger
Official Price    : 15490 Taka

এই ফোন টি আপনারা দোকানে গিয়ে ডিসকাউন্ট চাইলে 15 হাজার টাকার এর মধ্যে পেয়ে যাবেন! এই ফোন টি আমাদের লিস্টে রাখার মেইন কারন হল এর ডিসপ্লে ইকুয়ালিটি অনেক ভালো এর ক্যামেরা ইকুয়ালিটি এবং গেমিং এর জন্য বেশ ভালো একটি ফোন দীর্ঘদিন ব্যবহার ও করতে পারবেন, আপনারা চাইলে কিনতে পারেন এই ফোন টি।

Number 1: আমাদের লিস্টে নাম্বার ১ এ যে মোবাইল টি রয়েছে তার প্রাইজ 15 হাজার টাকা না এর প্রাইজ 16 থেকে 17 হাজার  5 শত টাকার মধ্যে রয়েছে। এই ফোন টি আমরা একটা কারণেই সিলেক্ট করেছি এর আগে আমরা যে ৬ টি মোবাইল 15 হাজার টাকার মধ্যে কথা বলেছি তার থেকে এক দুই হাজার টাকা এড করলে আমরা অনেক অনেক ভালো একটি ফোন কিনতে পারবো যে ফোন টি হচ্ছে Xiaomi Redmi note 10 Lite যার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন এ কি কি রয়েছে।
xiaomi redmi note 10 lite


Redmi Note 10 lite Specifications :

Display             : 6.67" Ips lcd | Full HD+,
Processor         : Snapdragon 720G,
Main Camera  : 48Mp + 8Mp + 5Mp+ 2Mp,
Front Camera  : 16Mp,
Ram                  : 6Gb | Type: Lpddr4x,
Storeage           : 128GB | Type UFS 2.1,
Battery             : 5020mAh
Chargers           : 18w fast Charger
Unfficial Price    : 16000 - 17500 Taka

এই ফোন টি আপনার 4জিবি র‍্যাম এর সাথে 128জিবি স্টোরেজ এর ফোন টি পাবেন 16 হাজার টাকার মধ্যে। আপনারা 6জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ এর ফোন টি কিনবেন তাহলে আপনারা দীর্ঘদিন খুব আরামে ফোন টি চালিয়ে পয়সা উশুল করতে পারবেন। এই ফোন টির পিছনে এবং ডিসপ্লে উভয় পাশেই রয়েছে গরিলা গ্লাস 5 এর প্রটেকশন যা 15 হাজার টাকার মধ্যে আগের 6টি ফোনের একটি ফোনেও নাই। এই ফোনের ক্যামেরা অনেক ভালো রয়েছে আপনারা চাইলে টিকটক ভিডিও ইউটিউব এ ব্লগিং ভিডিও বানাতে পারেন। তার পাশাপাশি প্রসেসর খুবই ভালো যার কারনে আপনারা যেকোনো গেম খেলতে পারবেন খুবই আরামছে। Redmi note 10 lite ফোন টি আপনারা চোখ বন্ধ করে কিনতে পারেন। অল্প টাকাই অনেক ভালো পারফরম্যান্স পাবেন।
আজকের মত এই পর্যন্ত  ধন্যবাদ পরবর্তী আরু এমন তথ্য পেতে আমাদের সাইটে নিয়মিত ভিজিট করুন।

Post a Comment

Previous Post Next Post