ছয়দিনে আসমান যমিন এবং সারা জাহান পয়দা
আল্ল-হু রব্বল আলামীন যখন আসমান যমিন ও
তন্মধ্যকার বস্তুসমূহ পয়দা করিতে মনস্থ করিলেন, তখন
তিনি সর্বপ্রথম রবিবার দিন আরশে মু'আল্লা ও তাহার
নিকটবর্তী বস্তুসমূহ সৃষ্টি করিলেন। সােমবার দিন পয়দা করিলেন সপ্ত আকাশ, মমঙ্গলবার সাত তবক যমিন, বুধবার অন্ধকারময় শূন্যমন্ডল, বৃহস্পতিবারে
আসমান-যমিনের মধ্যবর্তী বস্তুসমূহ এবং শুক্রবারে চন্দ্র,
সূর্য, নক্ষত্র, গ্রহ-উপগ্রহ প্রভৃতিকে। এইভাবে ছয়দিনে
সারা জাহান এবং অন্যান্য বস্তুসমূহ সৃষ্টি করিয়াছেন।
Post Tags: আল্লাহর সৃষ্টি সম্পর্কে আয়াত, এই পৃথিবী কে সৃষ্টি করেছেন, সৃষ্টির শুরু, পৃথিবী সৃষ্টির ইতিহাস, পৃথিবী সৃষ্টির কারণ কি, পৃথিবী সৃষ্টির ইতিহাস pdf, আকাশ সৃষ্টির রহস্য, সৃষ্টি ও স্রষ্টার রহস্য
Post a Comment