১। হজরত আদম (আঃ) এর দু‘আঃ “রব্বানা-যলাম্না-
আংফুসানা ওয়া ইল্লাম্-তাগ্ ফির্-লানা-ওয়া তার হাম্না-
লানা কূনান্না মিনাল্ খছিরীন্”। (গোনাহ মাপের দু’আ)।
২। হযরত ইউনুস (আঃ) এর দু'আঃ “লা-ইলা-হা ইল্লা
আংতা সুবহানাকা ইন্নী কুংতু মিনাজ্ জয়ালিমীন্”
৩। হযরত আইয়ুব (আঃ) এর দু'আঃ “রব্বি আন্নী
মাস্সানিয়াদ্দুররু ওয়া আংতা আর্-হামুর রহি:মীন্”।
৪। হযরত ইয়াকুব (আঃ) এর দু‘আঃ “ফাল্লা-হু খয়রুন্
হা-ফিজাও ওয়া হুয়া আর্-হামুর্ রহি:মীন্” ।
৫। হযরত ইব্রাহিম (আঃ) দু’আঃ “ইলা-হি: আব্দোকা
বিফানায়িকা। ফাকিরোকা বিফানায়িকা, ছায়িলোকা
বিফানায়িকা। মিছ্কিনোকা বিফানায়িকা”। (দরিদ্রতা
হইতে বাঁচার দু’আ) ইহা প্রায় বোর্জগানের আমল।
সেজদায় গিয়া পাঠ করিতে হইবে।
৬। হযরত ফাতেমা (রাঃ) এর দু'আঃ “ইয়া হাইয়ূ ইয়া
কাইয়ূ’ম বিরহ্: মাতিকা আছ্তাগিছু আছ্লিহুলী লিশানী
কুল্লুহু ওয়া-লা-তাকিল্নী ইলা-আংফুসী তারাফাতা
আয়নি”। এই দু'আ নবী করিম (সাঃ) হযরত ফাতেমা
(রাঃ) কে সর্ব বিষয়ে উন্নতির জন্য শিক্ষা দিয়েছিলেন।
৭। হযরত আবু বকর (রাঃ) এর দু‘আঃ “আল্ল-হুম্মা ইন্নী
জ্বালামতু নাফ্সী জুল্মাং কাছিরাও ওয়ালাাা ইয়াগ্
ফিরুয্-যুনূবা ইল্লা আংতা ফাগ্ফির্-লী মাগফিরতাম্ মিং
য়িং’দিকা ওয়ার্ হাম্নী ইন্নাকা আংতাল গফুরুর্ রহীম”।
(গোনাহ মাফের দু’আ মাছুরা)
৮। হযরত বড় পীর সাহেবের আমলঃ “লা-হাওলা
ওয়া-লা- কুত্ ওয়াতা ইল্লা-বিল্লা-হিল্ আলিয়্যিল আযীম্”।
এই কালিমাকে জান্নাতের ধন ভান্ডার নামে অভিহিত করা হয়েছে। ইহা পাঠে রোগ মুক্তি, দেও ভূত দূর হয় ও বিপদ
আপদ হইতে রক্ষা মিলে ও গোনাহ মাফ রিজিক বৃদ্ধি ও
মান সম্মান বৃদ্ধি হয় ।
৯। ফেরেস্তাগণের দু'আঃ “সুব-হানাল্লা-হি ওয়া
বিহাম্দিহী” । (নেকী লাভের দোয়া)
১০। অলি আল্লাগণের দু'আঃ “ইয়া মুসাব্বিবাল্
আস্-বাবি” । (অভাব পূরণের দু'আ)
১১। আল্লাহর প্রিয় হওয়ার দু'আঃ “আমাংতু বিল্লাহিল্
আলিয়্যিল্ আযীম্ ওয়া তাওয়াক্কাল্তু আলাল্লাহ হাইয়ূ’ল্
কাইয়ু’ম্”।
আল্লাহ আমাদের সাবাইকে এই আমল গুলো করার তাওফিক দান করুন আমিন।
Ppst Tags: কোন নবী কোথায় এসেছিল, কোন নবী ১৪০০ বছর জীবিত ছিলেন, ভারতে কোন নবী এসেছিল, সকল নবী ও রাসুলের জীবনী, নবীদের নামের তালিকা অর্থসহ, নবী রাসুলদের বয়স, হিজকিল নবী, নবী রাসূলগণের মূল শিক্ষা কয়টি, ২৫ জন নবীর নাম, নবী রাসূলদের নামের তালিকা, ২৫ জন নবীর জীবনী, নবী শব্দের অর্থ কি, নবী রাসুলের সংখ্যা কত, নবী রাসূলগণের মূল কাজ কি ছিল,
إرسال تعليق