আসসালামু আলাইকুম আসা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমি ও ভালো আছি  প্রিয় প্রবাসী ভায়েরা আপনারা সবচেয়ে বেশি জানতে চেয়েছেন যে মালয়েশিয়া  ভিসা কবে খুলবে আজকে মালয়েশিয়ান বিসা নিয়ে বিস্তারিত আলোচনার করার চেষ্টা করব আমার এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন তাহলে অনেক কিছুই জানতে পারবে।  মালয়শিয়ান ভিসা কবে খুলবে এই নিয়ে অপেক্ষায় ছিলেন অনেকেই । অবশেষে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়শিয়ান ভিসা খুলেছে তিন বছর পর  28 জানুয়ারি 2022 তারিখে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটির সঙ্গে কর্মী পাঠানোর সংক্রান্ত সমঝোতা চুক্তি সই হয় বাংলাদেশের এখন থেকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার প্রতিষ্ঠানগুলো বৃক্ষরোপণ বাগান কৃষি উৎপাদন পরিসেবা খনি ও খনন নির্মাণ ও গৃহকর্মীর কাজের কর্মী নিযোগ দিতে পারবে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি বা কর্মী পাঠানোর ব্যাপারে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ ও মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সিরিয়াম ছাড়া বানান সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির মধ্য দিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিযোগ প্রক্রিয়ার কার্যকারিতা শুরু হলো, অর্থাৎ এর মাধ্যমে মালয়েশিয়ার ভিসা খুলে গেল, মালয়শিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম ছাড়া বানান বলেন সমঝোতা স্মারক স্বাক্ষরের পর পরই বাংলাদেশি কর্মী নেওয়া শুরু হবে। এই শ্রমিকদের জন্য বাগান কৃষি উৎপাদন পরিষেবা খুনিও খনন নির্মাণ এবং গৃহপরিচারক সহ বিভিন্ন খাত উন্মুক্ত থাকবে 
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ম অনুসারে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক  কর্মী সে দেশে গিয়ে  কোয়ারেন্টিনে থাকতে হতে পারে। জানা গেছে নানা অভিযোগ তুলে 2009 সালে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দিয়েছিল মালয়েশিয়া। এরপর দির্ঘ সাত বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ায় সরকার তাদের 5টি খাতে সরকারি বেসরকারি পর্যায়ে সমন্বয়ে জি টো জি প্লাস পদ্ধতিতে বাংলাদেশ থাকে কর্মী নিতে রাজি হওয়ার পর 2016 সালে ঢাকায় দুই দেশের মধ্যে সমজোতা সারুপ সাক্ষর হয়। এর পর আবারো বন্ধ হয়ে যাই ভিসা পক্রিয়া। অবশেষে চুক্তি সাক্ষরের মাধ্যমে  আবারু কলিং ভিসা সুজুক তৈরী হল। মালয়েশিয়ায় কাজের বেতন কত যানা গেছে মালয়েশিয়ায় সরকারি নিয়ম অনুযায়ী সর্বনিম্ন মাসিক মুজুরি বেতন 12শত রিংগিত যা বাংলাদেশি 24হাজার 4 শত বিশ টাকার মত। তবে দেশটিতে কিছু কিছু প্রতিষ্ঠান তাদের কর্মীদের যথাযথ বেতন দেয় না বলেও অভিযোগ রয়েছে। সম্প্রতি এক বিব্রিতিতে ফেডারেশন অফ মালয়েশিয়ায় মেনুফেকচারাস FNM জানায় শিল্পখাতে 2022 সাল নাগাত তাদের 6লাখ শ্রমিক লাগবে। রপ্তানি বিত্তিক কোম্পানি গুলো তে এই শ্রমিকের প্রয়োজনীয়তা অনেক বেশি



মালয়েশিয়ায় যেতে কত টাকা লাগে?  জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন বিরুর ডাটাবেজ থেকে কর্মী পাঠানো হবে। পাশাপাশি আগের  মত কোন সিন্ডিকেট থাকবে না সব বৈধ রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাতে পারবেন। মালয়েশিয়ায় যেতে আলাদা দের টাকা না দেওয়ার অনুরোধ জানান তিনি। মালয়েশিয়ায় যেতে খরচ লাখ টাকার ও কম হবে মন্ত্রী। এইদিকে সরকারি ভাবে মালয়েশিয়ায় যাওয়ার উপায়। সরকারি ভাবে মালয়েশিয়ায় যাওয়ার উপায় বাংলাদেশ বৈদেশিক কর্মসংস্থান মত্রনালয় বেবস্থাপনায় পাঠানো হয় এই শ্রমিক। সরকারি ভাবে মালয়েশিয়ায় যাওয়ার পদ্ধতি  নিন্মরুপ। আপনার ইউনিয়ন পরিষদ তথ্য কেন্দ্রে গিয়ে নিবন্ধন করতে হবে শ্রম মত্রনালয় নির্দিষ্ট সাইটে। নিবন্ধন এর সময় নিজে উপস্থিত থাকতে হবে। নিবন্ধন এর জন্য তিনদিন সময় দেওয়া হয়। নিবন্ধন এর জন্য অবশ্যই যোগ্য পার্থির 18 থেকে 45 বছর বয়স হতে হবে এবং অবশ্যই সর্বনিম্ন 20কেজি ওজন উত্তলন এর ক্ষমতা থাকতে হবে । আর কর্মীর পাসপোর্টের মেয়াদ অবশ্যই 2বছর থাকতে হবে মেয়াদ আরু বেশি হলে আপনার পাসপোর্ট  যেকোনো কাজের জন্য উপযোগী থাকবে।  মালয়েশিয়ায় শ্রমিক চাহিদা অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ থেকে লাক্ষা দিক শ্রমিক পাঠানো হয়। আপনার নিবন্ধন পক্রিয়া শেষ হলে পরবর্তীতে আপনাকে মেসেজ এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে 


Post a Comment

Previous Post Next Post