সর্ব প্রকার বালা মুসিবত ও রোগ হইতে
নিরাপদ থাকার আমল
(১) "আলহামদু লিল্লা-হিল্লাযী খলাকাস্ ছমাওয়াতি ওয়াল
আরদ্বা ওয়া জ্বা'য়ালায্ যুলুমা-তি ওয়ান নুর ছুম্মা-ল্লাযীনা
ক্বাফারু বিরব্বিহিম ইয়াদিলুন্”। (পরিক্ষীত)
অর্থঃ আল্ল-র জন্যই সকল প্রশংসা যিনি আকাশসমূহ ও
পৃথিবী সৃষ্টি করিয়াছেন, অন্ধকার ও আলো সৃষ্টি
করিয়াছেন তবু ও কাফেররা তাহাদের পালনকর্তা হইতে
বিমুখ থাকে।
ফজিলতঃ যে ব্যক্তি প্রভাতে ও সন্ধ্যায় এই আয়াতটি ৭
বার পাঠ করিয়া হস্তে ফুঁক দিয়া নিজের দেহে হস্ত
বুলাইয়া দিবে সে সর্বপ্রকার বালা মুসিবত হইতে
নিরাপদে থাকিবে।
(২)
ভোরে ও সন্ধ্যায় তিনবার করিয়া এই দোয়া পাঠ করিবেঃ
আল্লাহুম্মা আফিনী ফী বাদানী, আল্লাহুম্মা আফিনী ফী
ছাম'ঈ, আল্লাহুম্মা আফিনী ফী বাছারী, লা-ইলাহা ইল্লা
আন্তা” ।
অর্থঃ হে আল্লাহ! তুমি আমাকে দৈহিক স্বাস্থ্য ও সুস্থতা
দান কর । হে আল্লাহ! তুমি আমার শ্রবণশক্তিতে নিরাপত্তা
এবং দর্শনশক্তিতে সুষ্ঠুতা দান কর। তুমি ব্যতীত কোন
মা'বুদ নাই ।

Ppst Tags: কোন নবী কোথায় এসেছিল, ভারতে কোন নবী এসেছিল, সকল নবী ও রাসুলের জীবনী, নবীদের নামের তালিকা অর্থসহ, নবী রাসুলদের বয়স, হিজকিল নবী, নবী রাসূলগণের মূল শিক্ষা কয়টি, ২৫ জন নবীর নাম, নবী রাসূলদের নামের তালিকা, ২৫ জন নবীর জীবনী, নবী শব্দের অর্থ কি, নবী রাসুলের সংখ্যা কত, নবী রাসূলগণের মূল কাজ কি ছিল,

Post a Comment

Previous Post Next Post