১। “হা-মীম, তাঞ্জীলুল্ কিতাবি মিনাল্লা-হিল আযীযিল্
আলীম্” । (সুরা মোমেন ১ম-২য় আয়াত)
অর্থঃ হা-মীম মহা পরাক্রমশালী ও মহাজ্ঞানী, আল্ল-হ্
পক্ষ হইতে এই কিতাব অবতীর্ণ হইয়াছে।
২। “হা-মীম, তাঞ্জীলুল মিনার রহমানির রহী:ম্”।
(পারা-২৪, সুরা হা-মীম ১ম-২য় আয়াত)।
অর্থঃ হা-মীম পরম করুনাময় ও অতিশয় দয়াবান
আল্ল-হর পক্ষ হইতে এই কুরআন নাযিল হইয়াছে।
৩। “হা-মীম, আঈন, সীন-কাফ”। (সুরা গুরা ১ম-২য়
আয়াত)।
অর্থঃ হা-মীম, আইন, সীন ক্বাফ ।
৪। “হা-মীম, ওয়াল্ কিতাবীল্ মুবীন্”। (সুরা
যোখরোফ ১ম-২য় আয়াত)।
অর্থঃ হা-মীম, এই প্রকাশ্য কিতাব (কুরআন এ শপথ)।
৫। “হা-মীম, ওয়াল্ কিতাবিল্ মুবীন্, ইন্না-আংঝাল না-
হু ফিলাই:-লাতিম মুবারাকাতিন্, ইন্না-কুন্না-মুঞ্জিরীন্”।
(সুরা দোখান, ১ম-৩য় আয়াত)।
অর্থঃ হা-মীম এই প্রকাশ্য কিতাব (কুরআন) এর শপথ।
নিশ্চয়ই আমি মঙ্গলময় (শবে-কদর) রাত্রিতে উহা
অবতীর্ণ করিয়াছে। নিশ্চয়ই আমি (কুরআন দ্বারা
আযাবের ভয়) দেখাইয়া থাকি।
৬। “হা-মীম তাঞ্জিলুল্ কিতাবি মিন্-ল্লা-হিল্, আযীযিল্
হাকীম্” । (সুরা জাসিয়াহ্ ১ম-২য় আয়াত)।
অর্থঃ হা-মীম মহাপরাক্রমশালী ও মহা বৈজ্ঞানিক
আল্লাহর পক্ষ হইতে এই কিতাব। (কুরআন অবতীর্ণ
হইয়াছে)।
৭। “হা-মীম, তাঞ্জীলুল্ কিতাবি মিন্নাল্লা-হিল্ আযীযিল
হাকীম্” । (সুরা আহ্কাফ ১ম-২য় আয়াত)
অর্থঃ হা-মীম মহাপরাক্রমশালী ও মহা বৈজ্ঞানিক
আল্লাহর পক্ষ হইতে এই কিতাব। (কুরআন অবতীর্ণ
হইয়াছে)
post tags: নরকের দরজা, জাহান্নামের দরজা, দোযখের দরজা, দোজখের দরজা বন্ধ হইবার আমল বাংলায়,
Post a Comment