অধিক ফজিলতের দু'আ সমূহ সম্পুর্ণ বাংলা ভাষায় লেখা
Doya 

অধিক ফজিলতের দু'আ সমূহ বাংলা ভাষায় লেখা হয়েছে আপনাদের বুঝার সুবিধার্থে
দো'আ ১। “সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহী সুবহানাল্লাহিল
আযীম্ ওয়া বিহাম্‌দিহী আস্তাগ্ ফিরুল্লাহ্” ।
ফজিলতঃ এ দু'আ বেশী বেশী পাঠ করিলে আর্থিক
লাইনে উন্নতি হয়।
দো'আ ২। “লা-ইলাহা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহু লা-শারীকালাহু
আহঃাদান্ ছামাদান্ লাম্ ইয়ালিদ ওয়ালাম্ ইয়ূ'লাদ
ওয়ালাম্‌ ইয়া কুল্লাহু কুফুওয়ান্ আহাদ” ।
ফজিলতঃ ইহা ১ বার পাঠ করিলে ২০ লক্ষ নেকী লেখা
হয়।
দো'আ ৩। বিস্‌মিল্লা-হির রহমানির্ রহী ম্ “সুবহা-নাল্লাহিল্
কাদীরিল কাহিরিল্ কাভিয়িল্ কাফি। ইয়া হাইয়্যু, ইয়া
ক্বাইয়ূম লা-হাওলা ওয়া-লা কুয়্যাতা ইল্লা-বিল্লাহিল্
আলিয়্যিল আযীম্‌” ।
ফজিলতঃ এশার নামাজ বাদ ১০ দিন ১০ বার করিয়া
পাঠ করিলে যে কোন নেক উদ্দেশ্য হাসিল হইবে ও দ্বীন
দুনিয়ার মঙ্গল সাধিত হইবে। ইহা বড়পীর সাহেবের
আমল ।
দো'আ ৪। “সুবহানাল্লাহি ওয়াল্ হামদুলিল্লাহি ওয়া-লা-ইলাহা
ইল্লাল্লাহু ওয়াল্ল-হু আক্বার”।
ফজিলতঃ সকালে ও সন্ধ্যায় ১০০ বার পাঠ করিবে। নবী
করিম (সাঃ) এর নিকট এই দু'আ যাবতীয় বস্তু হইতে
প্রিয় । ইহার ফযীলত ইয়ূখ লিফুল মীয়াদ ।
দো'আ ৫। “রব্বানা-ইন্নাকা জামিউন্নাছি লি-ইয়াওমিল্ লা-রাইবা
ফীহি ইন্নাল্লা-হা লা-ইঃয়ূ খ্লিফুল্ মীয়াদ্"।
ফজিলতঃ ইহা সর্বদা পাঠ করিলে অলি আল্ল-হদের
দলভূক্ত হইবে।
দো'আ ৬। “লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা-শারীকালাহু
লাহুল্ মুল্‌কু ওয়া লাহুল্ হামদু ইয়ূ'হয়ি ও ইয়ূ'মিতু
ওয়াহুয়া হাই লা-ইয়ূ'মিতু বিয়াদিহিল্ খাঈর্ ওয়া হুয়া
আল্ল-হু কুল্লি শাইয়িং ক্বদীর”
এই দু'আ কবরস্থানে পাঠ করিলে সেখানে আল্লাহর নূরে
আলোকিত হইয়া যায় ও কবরবাসীদের গোনাহ কাটিয়া
দেওয়া হয়। কোন বাজারে পাঠ করিলে ১০ লক্ষ বদী
কাটিয়া যায় ও ১০ লক্ষ নেকী লেখা হয় এবং ১০ লক্ষ
উচ্চ মর্যাদা দান করেন। আর সকালে পাঠ করিলে সন্ধ্যা
পর্যন্ত এবং সন্ধ্যায় পাঠ করিলে সকাল পর্যন্ত কোন কিছু
তাহার অনিষ্ঠ করিতে পারিবেনা।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই আমল গুলো করার তাওফিক দান করুন আমিন। 


Post Tags: দোয়া কবুল হওয়ার সূরা, সবচেয়ে দামি দোয়া, কোন দোয়া পড়লে টাকা আসে, জরুরী দোয়া সমূহ, হাদিসে বর্ণিত দোয়া সমূহ, বিভিন্ন দোয়া ও আমল, দোয়া কবুলের আমল, সুন্দর দোয়া, ছোট দোয়া সমূহ, প্রতিদিনের আমল ও দোয়া, কোন দোয়া পড়লে কি হয়, আল্লাহুম্মা দিয়ে সকল দোয়া, রাসুল সাঃ এর দোয়া সমূহ, শ্রেষ্ঠ দোয়া সমূহ,

 

Post a Comment

Previous Post Next Post