একটি উৎকৃষ্ট আমল
কোন এক মজলিসে রাসুলে পাক (দঃ) এরশাদ করেন-
তোমরা প্রত্যেক দিন এক হজ্জ্ব সম্পূর্ণ করিতে পার।
এক খতম কুরআন শরীফ পাঠ করিতে পার। জিহাদে
সামিল হইতে পার। জান্নাতের মূল্য আদায় করিতে পার।
৪ হাজার দিনার ছদকা দিতে পার ও উভয়ের বিবাদ
মিটাইতে পার। সাহাবাগণ উহা কিভাবে সম্ভব জিজ্ঞাসা
করিলে তিনি নিম্নলিখিত আমল করিতে বলিলেন-
১। “কালিমা তাম্জীদ” ৪ বার পড়িয়া ঘুমাইলে
১ হজ্জ্বের ছওয়াব হাছিল হয়।
২। “সুরা ইখ্লাহ্” ৩ বার পাঠ করিয়া ঘুমাইলে ১ খতম
কুরআন পাঠের ছওয়াব পাওয়া যায়।
৩। “সুবহানাল্ল-হ্” ১০০ বার পাঠ করিয়া ঘুমাইলে
১ জিহাদের ছওয়াব লাভ হয় ।
৪। ৩ বার “দরুদ শরীফ” পড়িয়া ঘুমাইলে জান্নাতের
মূল্য আদায় হয় ।
৫। “সুরা ফাতিহা” ৪ বার পড়িয়া ঘুমাইলে ৪ হাজার
দিনারের ছাদকা আমল নামায় লিখা হয়।
৬। ১০ বার “ইস্তেগফার” পড়িয়া ঘুমাইলে উভয়ের
বিবাদ মিটানোর ছওয়াব লাভ হয়।
“সুবহা-নাল্লা-হি ওয়াল্ হামদু লিল্লা-হি ওয়া-লা-ইলাহা
ইল্লাল্লা-হু ওয়াল্ল-হু আকবার ওয়া-লা-হাওলা ওয়া-লা-
কুয়াতা ইল্লা- বিল্লা-হিল্ আলিয়্যিল্ আযীম্”
অথবা ঃ “লা-ইলাহা ইল্লাল্ল-হুল হালিমুল্ ক্বারিম্” ১০০
বার পাঠ করিলেও ১ হজ্জ্বের সমান ছওয়াব পাওয়া যায় ।
Post a Comment