সংসদে রুমিন ফারহানার কঠিন চরম সত্য কথাই সঠিক জবাব দিতে পারেনি আওয়ামীলীগের সংসদ সদস্য দিপু মনি। এমনই এক সংসদ বৈঠকে বি,এন,পির সফল নির্বাচিত এম,পি রুমিন ফারহানা এতো সুন্দর করে এই বাংলাদেশের ৩০ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু নির্মাণের এই সেতুকে গোল্ডেন সেতু হিসাবে নাম দিয়েছেন ভাবতেই অবাক লাগছে, আগে জানতাম বি,এন,পির নেতা হারুন অর রশিদ'ই হয়তো সংসদে বিরুদি দলের নেতা কর্মীদের সামনে এমন সত্য কথা গুলো তুলে ধরতেন এখন দেখছি না রুমিন ফারহানা ও কম নয়। সেতু নির্মাণে অন্যান্য দেশে যেমন ভারত, নেপাল, ভুটান, মালোয়শিয়া, সিংগাপুর, ঐসব দেশে প্রতি কিলোমিটার ব্যয় হয় ৫শত থেকে ৭ শত কোটি টাকা আর আমাদের বাংলাদেশে যদি ব্যয় হয় ৫ হাজার কোটি টাকা তাহলে সেটা খুবই অবিশ্বাস্য এবং রহস্যময় সেতুই হয়ে যায়। আমরা মেনে নিলাম এই পদ্মা সেতুটি অনেক গভীর থেকে মজবুত করে নির্মাণ করা হয়েছে তাহলে কি সেখানে প্রতি কিলোমিটার ৫ হাজার কোটি টাকা খরচ হবে? কমেন্ট এ আপনাদের মতামত প্রকাশ করে যাবেন। আমরা বলতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করছেন বেশ ভালো কথা দেশ উন্নয়ন এর পাশাপাশি দেশের সাধারণ মানুষ গুলোর প্রতিও ভালো নজর রাখবেন। দেশের সাধারণ মানুষ গুলো যদি না খেয়ে মারা যাত তাহলে দেশ উন্নয়ন দিয়ে কি হবে। এখানে ভিডিও তে দেখুন রুমিন ফারহানার তেতো - মিষ্টি কথোপকথন | Rumin Farhana | Dipu Moni | Songsod তবে একটা কথা বলে নেই কোনো প্রকার ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। https://youtu.be/nbeJqCds2qY

Post a Comment

Previous Post Next Post