বিভিন্ন রােগের তদবির ও আমল

(ইহা অত্যন্ত পরীক্ষিত আমল)
১। হাড় ভাঙ্গিয়া গেলে আঘাতপ্রাপ্ত স্থানে হাত রাখিয়া
এই আয়াত প্রত্যেহ পাঠ করিতে থাকিলে ভাল হইয়া
যাইবে ইনশাল্লাহ্। “ফাইং তাওয়াল্লাও ফাক্কুল।
হাছবিয়াল্লাহুলা-ইলাহা ইল্লাহুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়াহুয়া রব্বুল আরশিল আযী"।

২। হৃদ রােগঃ “আলা-বিজিকরিল্লা-হি তাৎমায়িন্নল
কুলূব" বেশী করে পাঠ করিলে হৃদরােগ হইতে আরােগ্য
লাভ করা যায়।
৩। অবাধ্য সন্তানঃ প্রত্যেহ নামাজ বাদ “ওয়াছিলিহি ফী
জুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল
মুসলিমীন” পাঠে সন্তান বাধ্য হইবে।

৪। যাবতীয় বেদনায়ঃ “আয়ু'জুবি ইজ্জাতিল্লাহি ওয়া
কুদরাতিহি মিং শাররি মা আজিদু ওয়া উহাজিরু” পড়িয়া
বেদনার জায়গায় ফুঁ দিয়া হাত বুলাইয়া দিলে বেদনা
উপশম হয়।
৫। গলা হইতে মাছের কাঁটা খােলার দু'আঃ “ফালওলা
ইজা-বালাগাতিল হুলকুম” পাঠ করিয়া শাহাদৎ আঙ্গুলী
গলার বাহিরে ঘুরাইতে থাকিলে কাটা খুলিয়া যাইবে।
৬। “আচ্ছামা-উ" কর্ণ রােগের মহা ঔষধ ১০০ বার পাঠ
করিয়া তুলায় দম করিয়া তুলার কিছু অংশ কানের মধ্যে
রাখিলে কানের যে কোন রােগ ও ব্যথা দূর হইয়া
যাইবে।

৭। ফুড়া ও বান মারাঃ ৭ বার "আম্ আবরামু আমরান
ফাইন্না মুবরিমূন" পড়িয়া ফুড়া স্থানে ফুঁ দিলে হয় পাকিয়া
যাইবে না হয় মিলাইয়া যাইবে। কেহ বান মারিলে ২৭
বার পড়িয়া পানিতে ফু দিয়া সেই পানি খাইলে আরােগ্য হয়।

৮। কোন কঠিন রােগের জন্য “কাফ-হা-ইয়া আইন
ছােয়াদ" এবং "হা-মীম আইন-সিন ক্বাফ”। লিখিয়া
গলায় বাধিয়া দিলে সত্বর আরােগ্য হয়।

৯। শীঘ্র বিবাহের জন্য প্রত্যেহ ফজরের নামাজের বাদ
ডান হাত বাম হাতের উপর রাখিয়া ৪০ বার “ইয়া
ফাত্তাহু” পাঠ করিলে তাড়াতাড়ী বিবাহ সম্পাদন হবে
ইনশা আলু-হু।

১০। প্রত্যেহ নামাজ বাদ মাথায় হাত রাখিয়া “ইয়া-
কাবিউ" ১১ বার পাঠ করিলে মস্তিস্কের পীড়া দুর হয় ও
স্মরণশক্তি বৃদ্ধি হয়।

১১। সুরা ফালাক ও সুরা নাস ১১ বার করিয়া প্রত্যেই
নামাজ বাদে পাঠ করিলে যাদু টোনা ও শয়তানের শত্রুতা হইতে রক্ষা পাওয়া যায়।

১২। বিষ নষ্টঃ “ওয়াইঃজা বাতাশতুম বাত্বাশতুম
জব্বারীন” এক দমে ৭ বার পাঠ করিয়া যে কোন প্রাণীর
দংশিত ক্ষত স্থানে আঙ্গুলী ঘুরাইতে থাকিলে বিষ যতই
মারাত্মক হউক না কেন পানি হইয়া যাইবে ।

১৩। মাথা বেদনায়ঃ “লা-ইয়্যূ ছাদ্দাউনা আনহা ওয়া-লা- ইউনযিফূন” পড়িয়া ফু দিলে মাথা ব্যথা কমিয়া যায় ।
প্রত্যেহ নামাজ বাদ ৭ বার করিয়া মাথায় হাত রাখিয়া
পড়িলে সহজে মাথা ব্যথা উঠবেনা । সুরা কাওসার ৭ বার
পড়িয়া মাথায় ফু দিলে মাথা ব্যথা আরােগ্য হয় ।

১৪। “ইয়া ওয়াদুদু” ( হে শ্রেষ্ঠ বন্ধু), “ইয়া ক্বাবীরু
( হে শ্রেষ্ঠ) এই পবিত্র নাম ১০১ বার পাঠ করিয়া
খাদ্যদ্রব্যে ফুঁক দিয়া স্বামী স্ত্রীকে খাওয়াইলে উভয়ের
মধ্যে গভীর ভালবাসা জন্মিবে এবং পরস্পর বাধ্য
থাকিবে।

১৫। হুজুর পাক (সাঃ) রাত্র জাগিয়া নামাজ আরম্ভের
সময় এই দু'আ পড়িতেন “কুল্লিল্লা-হুম্মা
ফাতিরাচ্ছামাওয়াতি ওয়াল্ আরদ্বি আ'লিমা গ্বইবি ওয়াশ শাহদাতি আংতা তাহকুমা বাইনা ইবাদিকা ফিমা ক্বানু
ফিহি ইয়াখ তালিফুন্” ইহা পাঠে মনাে বাসনা পূর্ন হয়।


 

Tags: রোগ মুক্তির দোয়া আরবি, আল্লাহর কাছে রোগ মুক্তির বিভিন্ন দোয়া ও আমল, পেটের রোগ থেকে মুক্তির দোয়া, মা বাবার রোগ মুক্তির দোয়া,  অন্যের জন্য রোগ মুক্তির দোয়া, সূরা শিফা তেলাওয়াত, ইয়া শাফি আল আমরাজ অর্থ, রোগ মুক্তির প্রার্থনা

Post a Comment

Previous Post Next Post